অাসছে এসঅাই সুমনের ‘শূণ্যতা ‘
প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৭:০৫:১৮
শিগগিরই অাসছে রক ঘরানার শিল্পী এস অাই সুমনের একক এ্যালবাম শূণ্যতা ৷ নিজের সঙ্গীত ক্যারিয়ার দীর্ঘদিনের হলেও এই প্রথম বের হচ্ছে বিগ বাজেটের এই এ্যালবাম ৷
তিনটি ডিস্কে বের হবে এ্যালবামটি ৷ দুটি ডিস্কে থাকবে ৭টি করে ১৪টি গান ৷ অার একটি ডিস্কে থাকবে ৭টি মিউজিক ভিডিও ৷ মিউজিক ভিডিওগুলো অামেরিকার নিউইয়র্ক, সানফ্রানসিসকো এবং ডালাসে শুটিং করা ৷ এ্যালবামের ৬টি গান নিউইয়র্কে রেকর্ড করা ৷
এখানে ড্রামস্ বাজিয়েছেন ইদ্দি রেডস্ ৷ বাকী গানগুলো মাস্টারিং করেছেন বাপ্পা মজুমদার ৷ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই ৷ শূণ্যতা বের হবে অাগামী মার্চের শুরুতে ৷ এছাড়া রবি গুনগুন থেকেও শোনা যাবে এ এ্যালবাম ৷
এছাড়া ভ্যালেনটাইন্স ডে তে এস অাই সুমনের বেরিয়েছে নতুন একটি মিউজিক ভিডিও ৷ এর কথা লিখেছেন শেখ রানা, মিউজিক করেছেন এস অাই সুমন এবং সিজান ৷ শিল্পীর সাথে মডেল হয়েছেন জেরিন জারা খান ৷ এস অাই সুমন গানের বাইরে এনটিভির চিফ সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেব কর্মরত ৷
সানবিডি/ঢাকা/এসএস