সূচক কমেছে ভারতের পুঁজিবাজারে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৯:৫৮:৫০
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনায় সারা বিশ্বের মত ভারতের পুঁজিবাজারেও প্রভাব পড়েছে। দেশটির পুঁজিবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। একই সথে সূচকেরও পতন হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের পুঁজিবাজারে বেশ অস্থিরতা লক্ষ্য করা গেছে। কারন বিনিয়োগকারিরা ভূ-রাজনৈতিক অস্থিরতা বেশ ভাল ভাবে পর্যবেক্ষন করছেন।
এদিকে পশ্চিমা বিশ্বের নেতারা বলছেন, এখনও তারা মস্কোর দাবি যাচাই করতে পারেনি যে ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়া কয়েক হাজার সৈন্যকে ফিরিয়ে নিতে শুরু করেছে।
মিন্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুঁজিবাজারে সেনসেক্স হ্রাস পেয়েছে ১৪৫.৩৭ পয়েন্ট বা ০.২৫ শতাংশ। দিন শেষে সেনসেক্স এর অবস্থান ৫৭,৯৯৬.৬৮ পয়েন্ট।
এদিকে নিফটি কমেছে ৩০.৩০ পয়েন্ট যা বর্তমানে ১৭,৩২২.২০ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ভারতের পুঁজিবাজারে প্রায় ১৯৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। একই সাথে ১৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম হ্রাস পেয়েছে এবং ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
এখানে পাওয়ার গ্রিড কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, এনটিপিসি, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এসবিআই এর শেয়ারের দাম সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। একই সাথে ডিভিস ল্যাবস, আদানি পোর্টস, ওএনজিসি, আইওসি এবং এইচডিএফসি লাইফ এর শেয়ারের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএ/এএ