রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১৭ ১০:৫৯:৫৩
গ্যাসের পাইপ লাইনের মেরামত ও প্রতিস্থাপনের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে এসব এলাকায়। বুধবার তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য শুক্রাবাদ, ইন্দিরা রোড, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কোম্পানি।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে তিতাস।