সি অ্যান্ড এ টেক্সটাইলের এমডি হলেন আজিমুল ইসলাম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৭ ১২:১৯:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজিমুল ইসলাম। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) পর্যন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমে সম্মতির পর আজিমুল ইসিলাম এমডি হিসেবে কাজ শুরু করবেন।
তিনি বর্তমানে পু্ঁজিবাজারের তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও আলিফ ম্যানুফেকচারিং এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস