ইসলামী ব্যাংক খুলনা জোনের বৃত্তি প্রদান
প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৮:৩২:৪৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা জোনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুবিধাবঞ্চিত দুই শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করেছে।
সোমবার খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
বাংলাদেশ ব্যাংক, খুলনার মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী, সরকারী আযম খান কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কালিপদ মজুমদার, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ ও সরকারী এম.এম সিটি কলেজ এর উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ মনিরুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন। উল্লেখ্য ইসলামী ব্যাংক সিএসআর খাতের আওতায় ২০১৬ সালে সুবিধাবঞ্চিত ১ হাজার ৫ শ’ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে।
সানবিডি/ঢাকা/এসএস