অনুমোদিত মূলধন বাড়াবে পেপার প্রসেসিং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-১৭ ১১:৫৯:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ৬০ কোটি টাকায় উন্নীত করতে চায়। এ জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করা হয়েছে।
অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইজিএম আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস