চেক জালিয়াতির মামলায় খান বাহাদুর গ্রুপের এমডি মঈনুদ্দিন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১৭ ১৫:৫২:৪১


চেক জালিয়াতির মামলায় খান বাহাদুর গ্রুপের এমডি মঈনুদ্দিন আহমেদ চৌধুরীকে গেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার মঈনুদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বড় ছেলে এবং আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, এই পরিবারের বিভিন্ন সদস্যের নামে-বেনামে বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করার নানান অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সের সাথে লেনেদেনের প্রেক্ষিতে চেক জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি মামলা করে। তারই প্রেক্ষিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, চেক প্রতারণার বিভিন্ন মামলায় মাহমুদুল ইসলাম চৌধুরীসহ তার দুই ছেলের বিরুদ্ধে ইতোমধ্যে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। আজই তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।