বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুবিতে ম্যানেজমেন্ট সপ্তাহ শুরু
প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৮:৪৬:৫৭
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ম্যানেজমেন্ট সপ্তাহ শুরু হয়েছে। রোববার (১৪ই ফেব্রুয়ারি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।
কর্মসূচীর মধ্যে রয়েছে আন্তঃ ব্যাচ ক্রিকেট প্রতিযোগীতা, ভলিবল, ইন্টিলেকচুয়াল গেম, নবীন বরন, প্রবীণ বিদায়সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে সকাল ১১ টায় বিবিএ ফ্যাকাল্টি থেকে বর্নাঢ্য এক র্যালির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। র্যালিটি শুরুর আগে ফ্যাকাল্টির প্রধান ফটকে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ড. মুহম্মদ আহসান উল্যাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। পরবর্তিতে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়।
উল্লেখ্য, আজ ১৪ ফেব্রুয়ারী (রোববার) থেকে ১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে ম্যানেজমেন্ট সপ্তাহ।
সানবিডি/ঢাকা/রাআ