ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১৭ ১৬:৫০:৪৫
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রেলস্টেশনের কাছে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বেগম (২৩) ও তার মেয়ে নুরজাহান (৫)।
পারিবারিক কলহের জেরে ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।