ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটার বাবর, দ্বিতীয়তে কোহলি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৭ ১৭:৪৫:৫২


আইসিসির প্রকাশিত আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং পয়েন্ট ৮৭৩।

বাবরের চেয়ে ৬২ রেটিং পয়েন্ট কম নিয়ে এই তালিকার দুই নম্বরে অবস্থান করছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।

র‍্যাংকিং এর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তাদের রেটিং পয়েন্ট ৭৯১, ৭৮৩ এবং ৭৭৯। এদিকে সেরা দশে ঢুকতে না পারলেও ৭২৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ১১ নাম্বারে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।