কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজির পাঁচ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০২-১৮ ১১:০১:৩৫
কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুতবাগান এলাকায় কুমিল্লা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয় একটি ড্রাম ট্রাক। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা সবাই পুরুষ।
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আহত দুজন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।