জয়ের ধারা অব্যাহত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৮ ১৯:১২:০১
টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিলো অসিরা।
মেলবোর্নে চতুর্থ টি-টোয়েন্টি টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে উদ্বোধনী জুটিতে ৩৫ রান যোগ করেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দানুস্কা গুনাথিলাকা। ১৭ বলে ১৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন গুনাথিলাকা।
এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪১ রান যোগ করেন নিশাঙ্কা। দ্বিতীয় ব্যাটার হিসেবে দলীয় ৭৬ রানে আউট হওয়ার আগে ২১ বলে ২৭ রান করেন কুশল।
এরপর চারিথ আসালঙ্কাকে নিয়ে দলের স্কোর ১শতে নিয়ে যান নিশাঙ্কা। দলীয় ১১০ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আসালঙ্কা আউট হবার পর, চাপে পড়ে শ্রীলংকা। পরবর্তী ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারলে, ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা।
আসালঙ্কা ১৯ বলে ২২ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন নিশাঙ্কা। তার ৪০ বলের ইনিংসে ৪টি চার ছিলো। অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন-কেন রিচার্ডসন ২টি করে উইকেট নেন।
১৪০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে চাপে পড়েছিলো অস্ট্রেলিয়া। ৪৯ রানে তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন। মেইক শিপ্ট ওপেনার অ্যাস্টন আগার ৩১ বলে ২৬, বেন ম্যাকডারমট ৯ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২ রানে আউট হন।
চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করে ইংলিশ থামলেও, দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে ৪৮ রানে অপরাজিত ম্যাক্সওয়েল। তার সাথে ৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। শ্রীলংকার লাহিরু কুমারা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল।
আগামী ২০ ফেব্রুয়ারি মেলবোর্নেই সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ১৩৯/৮, ২০ ওভার (নিশাঙ্কা ৪৬, কুশল ২৭, ঝেই রিচার্ডসন ২/২০)।
অস্ট্রেলিয়া : ১৪৩/৪, ১৮.১ ওভার (ম্যাক্সওয়েল ৪৮, ইংলিশ ৪০, কুমারা ২/২২)।
ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
এএ