তৃতীয় বিপিএল শিরোপা ঘরে তুললো কুমিল্লা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৮ ২২:০৪:৫৮


বিপিএল ফাইনালে মন ভরানে চার-ছক্কার ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল দেখাতে পারেনি। তবে দেড়শো ছোঁয়া রানের ম্যাচে ছিলো টি-২০ সুলভ উচ্ছ্বাস। ছিলো ঝড়ো ব্যাটিং, বিপর্যয় ও ঘুরে দাঁড়ানোর গল্প। তবে শেষটা রাঙালো ইমরুলের কুমিল্লা। তাঁরা সাকিবের বরিশালকে ১ রানে হারিয়ে ঘরে তুললো তৃতীয় বিপিএল শিরোপা।

টস জিতে ব্যাট করতে নেমে আগুনে শুরু করে কুমিল্লা। শুরুতে লিটন দাস (৪ রান) ফিরলেও ওই ধাক্কা দলের গায়ে লাগতে দেননি অন্য ওপেনার সুনীল নারিন। ক্যারিবীয় অলরাউন্ডার খেলেন ২৩ বলে পাঁচটি ছক্কা ও সমান সংখ্যক চারে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। টপ অর্ডারের মাহমুদুল জয় (৮) ও মিডল অর্ডারের ডু প্লেসি (৪) ও ইমরুল কায়েসও (১২) ব্যর্থ হন।

এরপর মঈন আলী দায়িত্বশীল এক ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৩২ বলে দুই চার ও এক ছক্কায় ৩৮ রানের ইনিংস। আবু হায়দার করেন কার্যকরী ২৭ বলে ১৯ রান। তাঁদের ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৫১ রানের লড়াই করার মতো পুঁজি পায় বিদেশিদের নিয়ে আয়োজিত সর্বশেষ বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা।

এএ