হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৯ ১৩:৫২:০৪
হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ করেছে কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রীরা।বিক্ষোভের পরেই অন্তত ৫৮ জন শিক্ষার্থীকে বরখাস্ত করা হয়। খবর আনন্দবাজারের।
তবে বরখাস্ত হওয়ার পরও দাবিতে অনড় ছিল ছাত্রীরা। তারা জানায়, ‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে কোনও প্রকারের সমাঝোতা করব না।’
বরখাস্ত হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছাত্রছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।
গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।
কর্নাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর।