স্বর্ণ ও জুয়েলারি শিল্পে ভারতকে শুল্ক সুবিধা দিচ্ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৯ ১৬:৫৬:২১


ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী, স্বর্ণ ও  জুয়েলারি শিল্পে ভারতকে শুল্ক সুবিধা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার এই নিয়ে ভারতের সাথে চুক্তি করেছে আমিরাত ।

এর মাধ্যমে স্বর্ণ শিল্পে সুবিধা পাবে ভারত। ভারতে তৈরি স্বর্ণ এখন থেকে সুলভ মূল্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা যাবে।

এতদিন আমিরাতে ভারতের স্বর্ণ ও জুয়েলারি রপ্তানিতে ৫ শতাংশ শুল্ক গুণতে হতো। এখন তা কমানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে স্বর্ণ ও জুয়েলারি প্রতিযোগিতামূলক দামে আমিরাতে বিক্রি করতে পারবে ভারত।

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে ,আমিরাতের স্বর্ণের বার রপ্তানির ক্ষেত্রে শুল্ক কমিয়েছে ভারতও।

আগামী ৫ বছরে ভারত ও আমিরাতের বাণিজ্যের পরিমাণ ৬০ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে স্বর্ণ, জুয়েলারি, ফার্মাসিউটিক্যাল শিল্প, স্টিলসহ বিভিন্ন খাতে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সানবিডি/এনজে