ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৬ ও ৭ মে

আপডেট: ২০১৬-০২-১৪ ২১:০৮:৫৭


ntrca_102085বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ৬ মে থেকে শুরু হবে। ওই দিন স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

পরদিন ৭ মে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এ ছাড়া স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা ১২ আগস্ট এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।

এই দুই পরীক্ষাই অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ এম এম আজহার  জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন নিবন্ধন পরীক্ষার তারিখগুলোতে যেন কোনো পরীক্ষার সূচি দেয়া না হয়।

সানবিডি/ঢাকা/রাআ