ইবি হিসাব পরিচালকের কক্ষে ছাত্রলীগের ভাংচুর ও তালা

আপডেট: ২০১৬-০২-১৪ ২১:৩৩:১৯


iu.sunbdকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালকের কক্ষে ভাংচুর ও তালা দিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এদিকে বিশ্ববিদ্যলয় প্রশাসন অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আকামউদ্দীনকে উপ পরিচলিকের দায়িত্ব পালন ও ওই শাখার ভারপ্রাপ্ত পরিচালক পদ স্থগিত করে।

ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা হিসাব পরিচালকের কক্ষ ভাংচুর করে। এসময় তারা হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আকামউদ্দীনকে কক্ষ থেকে বের করে দিয়ে কক্ষ তালা দিয়ে দেয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর দেড়টার দিকে হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক পদ স্থগিত করে হিসাব শাখার কার্র্যক্রম দেখভালের দায়িত্ব দিয়েছেন উপ পরিচালক মো: আয়াত আলীকে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘ভাংচুরের ঘটনাটি শুনেছি। ইউজিসির তদন্ত কমিটি গঠনের প্রেক্ষিতে মোঃ আকামুদ্দীনের ভারপ্রাপ্ত পরিচালকের পদ স্থগিত করে তাকে উপ পরিচালকের পদে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আয়াত আলীকে তার নিজ কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আকামুদ্দিনের সংশ্লিষ্ট কাজ সাময়িকভাবে করার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির আয়োজনে ২০০৪ সালে প্রকাশিত “উদয়ের পথে” নামে একটি গ্রন্থের ৪৭নং পৃষ্ঠায় জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক উল্লেখ্য করে নিবন্ধ লেখে হিসাব শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আকামউদ্দীন বিশ্বাস। এরই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশন তার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

সানবিডি/ঢাকা/রাআ