ঝালকাঠিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-২০ ১১:৪০:২৯
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও শ্রমিকবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
নিহতরা হলেন, বাসের সুপারভাইজার দুলাল খান ও বাসযাত্রী নুরবানু। সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরবানু। দুলাল নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মজিদ খানের ছেলে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আহত ১৭ জনকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এরমধ্যে সাতজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আশঙ্কাজনক অবস্থায় চারজনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। শিবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান নুরবানু।
এছাড়া অন্য আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের শ্রমিকবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। ট্রাকটিতে ১৩ জন শ্রমিক ছিলেন।
তিনি বলেন, বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস-ট্রাক দুমড়ে মুচড়ে যায়।
এম জি