জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২০ ১৩:১৬:১৩


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ সেনাসদস্য নিহত হয়েছে। শোপিয়ান জেলার ওই সংঘর্ষে নিহত হয়েছে এক বিচ্ছিন্নতাবাদীও।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। সে সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় দুই সেনাসদস্য। পাল্টা গুলিতে এক বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়ে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী।

এদিকে, এ ঘটনার পর গোটা এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশি অভিযান চলছে।