বুড়িমারীতে প্রায় ৭৭৫ কোটি টাকার ভুট্টা আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২০ ১৪:২২:৪৫
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে দিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে অব্যাহতভাবে ভুট্টা আমদানি বেড়েছে। মূলত দেশীয় বাজারে কৃষিপণ্যটির ঊর্ধ্বমুখী চাহিদার কারণে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ভারত থেকে ব্যাপক পরিমাণ ভুট্টা আমদানি করে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৭৯ টন ভুট্টা। এসব ভুট্টা আমদানিতে ব্যয় হয়েছে ৭৭৪ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬০০ টাকা। অর্থবছরের প্রথম পাঁচ মাসে অব্যাহতভাবে বাড়লেও ডিসেম্বর ও জানুয়ারিতে আমদানি কিছুটা নিম্নমুখী ছিল।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাইয়ে ১৪ হাজার ৩৬৩ টন, আগস্টে ৪৭ হাজার ৯০১ টন, সেপ্টেম্বরে ৫১ হাজার ৩৩৭ টন, অক্টোবরে ৪৫ হাজার ৪৯৫ টন, নভেম্বরে ৬৩ হাজার ১৩১ টন, ডিসেম্বরে ৩৪ হাজার ৪২৯ টন ও জানুয়ারিতে ৩৮ হাজার ২১ টন ভুট্টা আমদানি করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাঈদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সায়েদুজ্জামান সাঈদ বলেন, সরকার কৃষক পর্যায়ে বিশেষ প্রণোদনা দিলে দেশেই ভুট্টা উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সেদিকে নজর কম। ফলে লাখ লাখ টন ভুট্টা আমদানি করে চাহিদা মেটানো হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. রুহুল আমীন বলেন, স্থলবন্দর দিয়ে প্রতিদিন আমদানি-রফতানি পণ্যবোঝাই প্রায় ৪০০-৫০০ ট্রাক প্রবেশ করছে। এতে আমাদের কিছু জনবল ঘাটতি, ইয়ার্ড ও শেডে জায়গা সংকটের কারণে ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত সেবা দিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এজন্য বন্দরটির ইয়ার্ড ও শেড বাড়ানো প্রয়োজন।
সানবিডি/এনজে