কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে হামলায় কমপক্ষে ২৫ জন আহত, এক জন গুরুতর
প্রকাশ: ২০১৬-০২-১৪ ২১:৫৩:১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী পরিবহন বাসে বহিরাগতদের হামলায় এক জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও হামলায় অন্তত ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ছয়টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে ঝাউতলার অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি’র বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২) ভাংচুর করে হামলাকরীরা।
বাসের চালক মো: আলাউদ্দিন জানান, বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে বাসটি। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশাল গাড়ি বহরের একটি র্যালি যাচ্ছিল। এ সময় র্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রঙ ছুড়লে ছাত্ররা প্রতিবাদ করেন। পরপরই র্যালি থেকে অর্ধশতাধিক লোক এসে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করে।
তারা ছাত্র-ছাত্রীদের মারধর করে। ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হতের কজ্বির তিনটি রগ কেটে যায়।
প্রতক্ষ্যদর্শী লোকপ্রশাসন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘তাদের দেশীয় অস্ত্রের হামলায় অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। ধারালো অস্ত্রের কোপে আক্তারুজ্জামানের হাতের তিনটি রগ কেটে যায়।’
আক্তারুজ্জামানকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টার নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজে নেওয়ার কথা বলেন। রাত আটটায় এ প্রতিবেদন তৈরী করার সময় আক্তারুজ্জামানকে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হচ্ছিল বলে জানান তার বন্ধুরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আইনুল হক বলেন, ‘গুরুতর আহত শিক্ষার্থীকে আমরা কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। শুনেছি আরো অনেকে আহত হয়েছে। শহরের পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
সানবিডি/ঢাকা/রাআ