সোমবার থেকে সব এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটররা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ১৬:৩৯:৩৫


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আগামীকাল থেকে মোবাইল অপারেটর হতে গ্রাহকদের জন্য সব ধরনের এস‌এম‌এস ও নোটিফিকেশন বাংলায় প্রেরণ করতে হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এরা আগেও বিটিআরসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সবধরনের গ্রাহকের কাছে মোবাইল অপারেটরের এসএমএস ও নোটিফিকেশন সহজবোধ্য করতেই এই উদ্যোগ নিয়েছে তারা।