পোশাক খাতের সফলতা অন্য শিল্পেও ছড়াতে আগ্রহী দ. কোরিয়া
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-২০ ১৮:৫১:১০
তৈরি পোশাক খাতে বাংলাদেশ-কোরিয়ার সাফল্যকে এবার অন্য খাতেও বিকশিত করতে দক্ষিণ কোরিয়া আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, ২০২২ সালে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে চায়। এজন্য তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতেও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিমাণে দক্ষিণ কোরিয়া ৫ম শীর্ষ দেশ বলে জানান রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি কোরিয়াকে বাংলাদেশের অবকাঠামো খাত ও ম্যান মেড ফাইবার খাতে বিনিয়োগর আহ্বান জানান। এ সময় সভাপতি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিশাল বাজার, ক্রমবর্ধমান রপ্তানি, বিদ্যুৎ ও অবকাঠামোর সহজপ্রাপ্যতা সরকারি নীতি সহায়তা ও বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীর কারণে বিদেশী বিনিয়োগের সুবর্ণ সময় পার করছে। যে দেশ এই সুযোগ কাজে লাগাবে তারাই লাভবান হবে।
সানবিডি/এনজে