আইএসও সনদ পেল ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ১৮:৩৯:১৯


আন্তর্জাতিকমানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ৭টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

প্রতিষ্ঠানগুলো হলো- আরএমসি কেমিক্যাল কোম্পানি, বিডি ফুডস, রয়েল সিমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল, নিপরো জেএমআই কোম্পানি, সিয়াম অ্যাগ্রো ফুডস ও ইগলু ফুডস (ফ্রোজেন ফুড ইউনিট)।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার। অনুষ্ঠানে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪টি প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- আরএমসি কেমিক্যাল কোম্পানি লি., বিডি ফুডস লি., রয়েল সিমেন্ট লি. ও ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লি.।

এছাড়া নিপরো জেএমআই কোম্পানি লি. এর অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ এবং সিয়াম অ্যাগ্রো ফুডস লি. ও ইগলু ফুডস লি. (ফ্রোজেন ফুড ইউনিট) এর অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ দেওয়া হয়।

উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বিএসটিআইর মহাপরিচালক নজরুল আনোয়ার বলেন, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট পেয়েছেন। উৎপাদন বাড়ানো ও বিদেশে পণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে এ সনদ সহায়ক ভূমিকা পালন করবে। তিনি শিল্প প্রতিষ্ঠানকে তাদের কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান ধরে রাখার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে ঈগলু ফুডসের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, নিপ্রো জেএমআই কোম্পানির জিএম মো. এরফান উদ্দিন, বিডি ফুডসের ব্যবস্থাপক (প্রশাসন) রহমত উল্লাহ, সিয়াম অ্যাগ্রোর নাইমুর রহমান সজিব, রয়েল সিমেন্টের জিএম মো. হাসানুর কবির, আরএমসি কেমিক্যাল কোম্পানির চেয়ারম্যান সিদ্ধার্থ মন্ডল, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনালের এমডি মো. মনিরুল ইসলাম খান উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সনদ গ্রহণ করেন।

এএ