সাত মিনিটের আগুনে ভস্ম হয়ে গেলো মোদির অনুষ্ঠান ‘মেক ইন ইন্ডিয়া’ (ভিডিও)

আপডেট: ২০১৬-০২-১৫ ০১:২৫:১৩


189961_1নেচে চলেছেন নায়িকা। আর পাশেই মঞ্চে জ্বলছে আগুন। ঠিক যেন চলচ্চিত্রের কোনো দৃশ্য! তবে সিনেমায় নয়, সত্যি সত্যি ভয়ঙ্কর এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠান চলার সময়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আজ রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আগুন লাগার সময় মঞ্চে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নেতৃত্বে একটি দলগত নৃত্য পরিবেশিত হচ্ছিল। ঠিক সেই সময়ই মঞ্চের নিচে আগুনের শিখা দেখা যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে লাগার সাত মিনিটের মধ্যে ‘মেক ইন ইন্ডিয়ার’ বিশাল মঞ্চের প্রায় পুরোটাই পুড়ে যায়।

মুম্বাইয়ের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান কর্মকর্তা রঞ্জিত ফার্নান্দেজ জানান, আগুন লাগার পর মঞ্চ থেকে তারকাদের নামিয়ে আনাটাই বড় চ্যালেঞ্জ ছিল। কারণ তারকাদের ‘গ্রিন রুমে’ যাওয়ার পথটিতে তখন আগুন ধরে যায়। পরে অবিশ্বাস্য দ্রুততায় তিন মিনিটের মধ্যে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াসহ ২২ জন নৃত্যশিল্পীকে নিচে নামিয়ে আনা হয়। স্রষ্টাকে ধন্যবাদ দিয়ে রঞ্জিত ফার্নান্দেজ আরো জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, আরেকটু হলে হয়তো বাঁচানো যেত না প্রিয়াঙ্কা চোপড়াকে। এ ঘটনায় মঞ্চের পাশে অবস্থানকারী অনেকেই ভয় পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় অল্পের জন্য আগুনের হাত থেকে বেঁচে যান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদসহ বলিউডের তারকারা। তবে অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায় পুরো অনুষ্ঠানের মঞ্চ। এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পাঁচ মিনিট আগেই মঞ্চে আবৃত্তি করছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু অমিতাভই নন, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরেসহ বিশিষ্টজনরা।

দেখুন সেই ভিডিও.

এ ছাড়া অনুষ্ঠান দেখতে দর্শকসারিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমির খান, হেমা মালিনী, মাধুরী দীক্ষিতসহ একাধিক তারকা শিল্পী। এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ‘যুদ্ধকালীন’ গুরুত্বের ভিত্তিতে চলছে আগুন নেভানোর কাজ। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ গোটা জায়গাটিকে ঘিরে রেখেছে। গতকাল শনিবার মুম্বাইতে এই ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।