আফগান-বাংলাদেশ সিরিজ: টিকিট বিক্রি শুরু মঙ্গলবার
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২১ ১৪:০২:৫২
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় এ সিরিজের সবগুলো ম্যাচ মাঠে উপভোগ করতে পারবেন দর্শকরা।
সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে টিকিট বিক্রি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড়ে বিসিবির বুথে টিকিট বিক্রি করা হবে।
বিসিবি রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। স্টেডিয়ামের ধারণক্ষমতার অর্ধেক দর্শক মাঠে বসে দেখতে পারবেন সিরিজের ম্যাচগুলো।
সর্বনিম্ন দেড় শ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য।
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ক্লাব হাউজে ৩০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ৫০০ ও ভিআইপি স্ট্যান্ডে (রুফটপ) ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম।
সাগরিকায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১১টায়। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।