ইইউর বাইরে গম রফতানি কমাবে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২১ ১৪:১১:০৯


চলতি মৌসুমে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ফ্রান্সের গম রফতানি কমার পূর্বাভাস মিলেছে। মূলত কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বাণিজ্য মন্দার মুখে পড়েছে।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত কৃষি ও সামুদ্রিক পণ্য বিভাগ ফ্রান্সএগ্রিমার সম্প্রতি ইইউর বাইরে গম রফতানির পূর্বাভাস কমিয়েছে। এ নিয়ে টানা চার মাসের মতো পূর্বাভাস কমানো হলো।

মাসভিত্তিক সরবরাহ ও চাহিদা আউটলুকে প্রতিষ্ঠানটি জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে ফ্রান্স ব্লকের বাইরে ৮৯ লাখ টন গম রফতানিতে সক্ষম হবে। অথচ জানুয়ারিতে দেয়া পূর্বাভাস ৯০ লাখ টনের কথা বলা হয়েছিল।

তবে ব্লকের অভ্যন্তরে রফতানি বাড়ার সম্ভাবনা দেখছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পূর্বাভাস অনুযায়ী, ইইউ অঞ্চলে রফতানি ৭৮ লাখ টনে উন্নীত হতে পারে। আগের মাসের পূর্বাভাসে ৭৭ লাখ টন রফতানির কথা বলা হয়েছিল।

এ বিষয়ে ফ্রান্সএগ্রিমারের কৃষিপণ্য বিভাগের প্রধান মার্ক জি বি বলেন, ইইউ অঞ্চলের বাইরে রফতানি কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আলজেরিয়া। দেশটি ফ্রান্সের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। কিন্তু আলজেরিয়ায় অব্যাহতভাবে রফতানি কমছে। মূলত দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট ও আলজেরিয়ায় রাশিয়ান গমের জনপ্রিয়তা বৃদ্ধি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সানবিডি/এনজে