আড়াইহাজারে ফের গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট: ২০১৬-০২-১৫ ১৩:২৬:৪১


Ganopituniনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফের গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘানগর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যের (১৮) পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘানগর ব্রিজের কাছে ৭-৮ জনের একটি দল ডাকাতি করতে আসে। রাত দেড়টার দিকে এক মোটরসাইকেল আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করে। তাদের চিৎকারে গ্রামের অন্যান্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। এ সময় এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ডাকাত সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সানবিডি/ঢাকা/এসএস