সিঙ্গাপুরে সহযোগী প্রতিষ্ঠান খুলবে ইউসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২১ ২০:০৬:৪১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সাবসিডিয়ারি কোম্পানি সিঙ্গাপুরে কার্যক্রম পরিচালনা করবে।
রেমিট্যান্স বিজনেসের জন্য এই সাবসডিয়ারি গঠন করা হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
জানা গেছে, আলোচিত সাবসিডিয়ারির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা।
আলোচিত সাবসিডিয়ারি কোম্পানি কার্যক্রম শুরু করলে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা সহজে তার মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। এতে ব্যাংকটির বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরালো হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ