আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার দ্বিতীয় দফা শুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২২ ১৪:২৪:৩৫


নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে সোমবার।  বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে জাতিসংঘের ওয়েব টিভিতে এ শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। এতে গাম্বিয়া ও মিয়ানমারের পক্ষে দুইজন আইনজীবী সশরীরে অংশ নেন।

এতে দেখা যায়, মূলত এই মামলা পরিচালনায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে মিয়ানমারের দায়ের করা আবেদনের ওপর শুনানি হয়।

এই শুনানিতে অংশ নিয়ে মিয়ানমারের আইনজীবী বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় প্রক্রিয়া চলছে। গণহত্যার অভিযোগের বিষয়টিও যথেষ্ট তথ্য নির্ভর নয়। ফলে এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে শুনানির বাস্তবতা নেই।

অন্যদিকে গাম্বিয়ার পক্ষের আইনজীবী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো অগ্রগতি নেই। ২০১৭ সালে গণহত্যার কারণে রাখাইনে যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখনও বিদম্যান। যে কারণে রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবাসনে রাজি নন এবং মিয়ানমার যথেষ্ট অনুকূল পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। মূলত গণহত্যার বিচার না হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়। ফলে এ আদালতে গণহত্যার বিচার অপরিহার্য এবং আদালতের সংশ্লিষ্ট আইন অনুযায়ী পূর্ণ এখতিয়ার আছে।

এ শুনানিতে হাইব্রিড অর্থাৎ আদালতের বিচারক এবং কৌঁসুলিরা সরাসারি আদালতে উপস্থিত হয়ে দায়িত্বপালন করলেও অভিযুক্ত ও সাক্ষীদের অনেকেই ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানি চলছিল। এ শুনানিতে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানেরও অংশ নেওয়ার কথা রয়েছে। পরবর্তী শুনানি আগামী ২৩, ২৫ ও ২৮  ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি। এ মামলার ওপর ওই বছরেরই ১০ থেকে ১২ ডিসেম্বর শুনানি হয়। ওই শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নেন দেশটির তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সুচি অংশ নেন।

সানবিডি/এনজে