দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২২ ১৫:২৫:৪২


দিনাজপুরে পঞ্চগড় এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে আল আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

‍আজ মঙ্গলবার সকাল দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন দিনাজপুর সদর উপজেলার দিঘন হাজীপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগার কারণে তিনি ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) থানার এসআই আব্দুস সাত্তার জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকালে দিনাজপুরে রেলওয়ে স্টেশনের পৌঁছার আগে চুনিয়াপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়। তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সানবিডি/এনজে