বিরোধ নিরসনে মোদির সঙ্গে টিভি বিতর্কের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২২ ১৮:৩৬:৫৬


পাকিস্তনা-ভারতের মধ্যে চলমান বিরোধ নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি টেলিভিশন বিতর্কের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার রাশিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন।

দুই দিনের মস্কো সফরের আগে রুশ সংবাদমাধ্যমকে এই সাক্ষাৎকার দিলেন ইমরান খান। মস্কোতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এটি দুই দশকের মধ্যে পাকিস্তানি কোনও প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর।

ইমরান খান বলেন, টেলিভিশনে নরেন্দ্র মোদির সঙ্গে আমি বিতর্ক করতে চাই। এটি ভারতীয় উপমহাদেশের শত কোটির বেশি মানুষের কাজে আসবে যদি এই বিতর্কে বিরোধ নিরসন হয়।

৭৫ বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কে বিরোধ জড়িয়ে আছে। এখন পর্যন্ত দেশ দুটি তিনটি যুদ্ধ করেছে।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে পাকিস্তানকে সম্প্রতি ভারত স্পষ্ট করেছে যে সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে হতে পারে না। তারা জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

ভারত পাকিস্তানকে বারবার বলে আসছে, শুধু সন্ত্রাসমুক্ত পরিবেশে সংলাপ হতে পারে। আলোচনা শুরুর আগে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রমাণ চেয়েছে দিল্লি।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ভারত শত্রু দেশে পরিণত হয়েছে। ফলে তাদের সঙ্গে বাণিজ্য তলানীতে পৌঁছেছে। সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নীতি রয়েছে পাকিস্তানের।

সূত্র: এনডিটিভি

সানবিডি/এনজে