পিএসও লাইসেন্স পেল সফটটেক ইনোভেশন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-২২ ২০:১৮:২৪


প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সফটটেক ইনোভেশন লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোম্পানিটি দেশের অভ্যন্তরে ‘আমার পে’ ব্র্যান্ড নামে ব্যবসায়ীদের সেবা দেবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪-এর আওতায় লাইসেন্স দেওয়া হয়েছে। একইসঙ্গে ই-কমার্স লেনদেনে সফটটেক ইনোভেশনকে দেশের অভ্যন্তরে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ই-মার্চেন্টদের সেবা দিতে ‘পেমেন্ট সিস্টেম অপারেটর’ হিসেবে কাজ করতে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ই-পেমেন্ট গেটওয়ে বা ই-ওয়ালেট সেবা দিতে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস-২০১৪-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স নিতে হয়।

জানা গেছে, আগে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই অনেক প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা দিয়ে আসছিল। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কোনও ধরনের সেবা না দেওয়ার জন্য গত বছরের ৬ মার্চ ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনও ব্যাংক অ্যাকাউন্ট না রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

এখনও পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে পেমেন্ট সার্ভিস অপারেটর বা ই-পেমেন্ট গেটওয়ে সেবার জন্য লাইসেন্স নিয়েছে ছয়টি প্রতিষ্ঠান। আর পাঁচটি প্রতিষ্ঠানকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা ই-ওয়ালেট সেবার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে।

এএ