বেপজা ইপিজেডে কোটি ডলারের বিনিয়োগ কে বি পেট্রোকেমিক্যালস’র

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-২২ ২২:৩২:৫১


শিল্প স্থাপনে কুয়েত-বাংলাদেশি কোম্পানি মেসার্স কে বি পেট্রোকেমিক্যালস লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০ দশমিক ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কোম্পানিটি একটি লুব্রিকেটিং অয়েল ব্লেন্ডিং প্ল্যান্ট স্থাপন করবে, যেখানে ১২৯ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ প্ল্যান্টে বছরে ২০ হাজার টন ফিনিশড লুব্রিকেন্টস উৎপাদিত হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে। ঢাকায় বেপজা কমপ্লেক্সে চুক্তিতে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসাইন পাটোয়ারী।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান এবং কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান কানান নাসের আল নাসেরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উচ্চ মানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বেপজা সব সময় স্বাগত জানায়। দেশের রপ্তানিমুখী শিল্পকে সেবাদানে চল্লিশ বছরের অভিজ্ঞতা, সক্ষমতা, দক্ষতা ও পেশাদারত্বের উৎকর্ষতাকে পুঁজি করে বেপজা কাজ করছে। বিনিয়োগকারীদের আস্থা বেপজাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জায়গায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিফলক উন্মোচন করেন। এই শিল্প অঞ্চলে প্লটের জন্য এ পর্যন্ত ৬৪৩টি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে বেপজা ১৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৫৪টি প্লট সাময়িক বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ৬টি শিল্প প্রতিষ্ঠানকে ৩১টি প্লট চূড়ান্তভাবে বরাদ্দ দেয়া হয়েছে। এ পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি হয়েছে, যেখানে ৫ কোটি ডলার বিনিয়োগ এবং ২৩ হাজার ৪৫৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এএ