সুবাতাস বইছে আমেরিকার পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৩ ২০:২৭:৩২
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারনে বেশ কয়েক দিন যাবত মন্দা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকার পুঁজিবাজার। মন্দার মধ্য দিয়ে চলতে থাকা বাজারে হঠাৎ আবার সুবাতাস বইতে শুরু করেছে দেশটির শেয়ার বাজারে।
সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দিন শেষে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এর সূচক ২২০ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়েছে। এসএন্ডপি-৫০০ বেড়েছে ০.৭৭ শতাংশ । একই সাথে নাসডিক ১০০ ফিউচার বৃদ্ধি পেয়েছে ১.১১ শতাংশ।
এতো মন্দার মধ্যেও হোম রিটেইলিং জায়ান্ট লোয়ের বিট আয়ের পূর্বাভাস বলছে যে তাদের বিক্রি বেড়েছে ৫ শতাংশ। একই সাথে প্রি-মার্কেট ট্রেডিংয়ে তাদের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ।
এর আগে ডাও তার চতুর্থ দিনের মতো টানা নেতিবাচক সেশনের জন্য ৪৮৩ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমেছে। এক পর্যায়ে ৩০ স্টক বেঞ্চমার্ক ৭০০ পয়েন্টের বেশি নিচে নেমে যায়। এসএন্ডপি ৫০০ কমেছে ১.০১ শতাংশ। এবং নাসডিক কম্পোজিট তার চতুর্থ টানা নেতিবাচক সেশনের জন্য ১.২৩ শতাংশ হ্রাস পেয়েছে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদে তাদের সম্পদ রাখার চেষ্ঠা করছেন। আমেরিকার পুঁজিবাজারে ১০ বছর মেয়াদী ট্রেজারির বন্ডের সূচক কমেছে ২ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ