রংপুরে ভেজাল ওষুধ ও কয়েল কারখানায় ডিবির অভিযান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৩ ২১:০১:০১


রংপুরে ইকো ল্যাবরেটরিজ,ইউনানি ফ্যাক্টরি ও ভরসা মশার কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারাসহ অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বিপণনের অপরাধে কারখানা দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর রংপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে