স্বামীকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলেন কারিনা
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৩:১০:৫৩
স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙলেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী কারিনা কাপুর। অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ছোট নবাবকে কথা দিয়েছিলেন পর্দায় আর কখনো কাউকে চুমু খাবেন না। কিন্তু সাইফকে দেওয়া কথা এবার ভেঙেছেন এ অভিনেত্রী।
কি অ্যান্ড কা ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন-কারিনা। আজ সোমবার প্রকাশ পেয়েছে এ সিনেমার একটি পোস্টার। সেখানেই দেখা গেছে- কারিনা-অর্জুনের চুম্বন দৃশ্য। আর এ দৃশ্য সামনে আসতেই তা ভাইরাল।
আর বালকি পরিচালিত এই চলচ্চিত্রে কারিনা একজন কর্মজীবী মহিলা। যিনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। অন্যদিকে, কারিনার স্বামী অর্জুন গ্র্যাজুয়েট হয়েও একজন হাউজ হাজবেন্ড।
এতে কারিনা-অর্জুন ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। চলতি বছরের ১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।