মানে-সালাহর জোড়া গোলে লিভারপুলের বড় জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৪ ১২:১২:০৯
অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নামিয়েছে অলরেডরা।
২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট এখন ৬০। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ২০ জয় ও ৩ ড্রয়ে পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার রাতে হওয়া ম্যাচের ১৫ মিনিটে ডি বক্সের ভেতর স্টুয়ার্ট ডালাস পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। বাঁ পায়ে নেয়া মাটি কামড়ানো স্পটকিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ।
৩০ মিনিটের মাথায় সালার বাড়ানো বল নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে ডানপায়ে নিশানাভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েল মাতিপ।
ডি বক্সের ভেতর সাদিও মানেকে বাজেভাবে ফাউল করেন লুক আইলিং । রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সংকেত দেন। ৩৫ মিনিটে আবারো সালাহর স্পট কিকে গোল পান।
ক্লপের শিষ্যদের এরপর ৪৫ মিনিট গোল পেতে অপেক্ষা করতে হয়। ৮০ মিনিটে জর্ডান হেন্ডারসনের পাসে বল আদায় করে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মানে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফাঁকা জালে আবারো বল জড়ান এই সেনেগালিজ ফুটবলার।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আন্ড্রু রবার্টসনের কর্নার কিকে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করে লিডসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভার্জিল ফন ডাইক।