রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০২-২৪ ১৩:৫৩:৪৫
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বৃহস্পতিবার রাশিয়া হামলা শুরুর পর এগুলো ভূপাতিত করা হয়।
ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লুহানস্ক অঞ্চলে হামলার সময় রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
এ ব্যাপারে অবশ্য রুশ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষ কোনো সূত্র থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
প্রসঙ্গত, বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে মস্কোর সেনারা।