সয়াবিনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত চীনের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৪ ১৪:০৯:২১


চীনের বাজারে সয়াবিনের সংকট দেখা দিয়েছে।ফলে পণ্যটির দামও বাড়ছে লাফিয়ে। পরিস্থিতি মোকাবেলায় নিলামের মাধ্যমে সয়াবিন সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর নাসডাক।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেলবীজের বাজার চীন। দেশটি প্রতি মাসেই সয়াবিনের চাহিদার একটি বড় অংশ ব্রাজিল থেকে আমদানি করে। যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন ক্রয় করা হয়।

এ ব্যাপারে চীনের ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশন জানায়, প্রধান সরবরাহকারী দেশ ব্রাজিলে সয়াবিন উৎপাদন ও সংগ্রহ কার্যক্রমের বিলম্ব দেখা দিয়েছে। এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশটি থেকে সরবরাহ কমে গেছে। পরিস্থিতি সামাল দিতেই রাষ্ট্রীয় মজুদ থেকে নিলামের মাধ্যমে বাজারে সয়াবিন সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্য বলছে, চীনে সম্প্রতি সয়ামিলের দাম লক্ষণীয় মাত্রায় বেড়েছে। অতিরিক্ত দামের কারণে দেশটিতে শূকর পালনসংশ্লিষ্টরা পশুখাদ্যের সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছেন। তবে রাষ্ট্রীয় মজুদ থেকে সয়াবিন সরবরাহ করলে পণ্যটির বাজারে অস্থিতিশীলতা কাটবে বলে প্রত্যাশা বাজারসংশ্লিষ্টদের।

এদিকে নিলামের ঘোষণা দিলেও কবে নাগাদ তা অনুষ্ঠিত হবে তা জানায়নি ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশন। নিলামে কী পরিমাণ সয়াবিন উঠানো হবে তাও নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

সানবিডি/এনজে