মসজিদের দেয়ালে নকশা মনোযোগ নষ্ট করে মুসল্লিদের
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৩:২৪:৫২
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-আশাইখ বলেছেন মসজিদের দেয়ালের নকশা মুসল্লিদের মনোযোগ নষ্ট করে। শুক্রবার রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে বয়ানকালে এ কথা বলেন তিনি।
গ্র্যান্ড মুফতি বলেন, একাগ্রতা ও গভীর চিন্তা নামাজের গুরুত্বপূর্ণ অংশ। হজরত মোহাম্মদ (সা.) –এর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, নামাজে এই একাগ্রতা ও গভীর চিন্তার ওপরই জোর দিয়েছিলেন মহানবী (সা.)।
গ্র্যান্ড মুফতির বক্তৃতার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নামাজের সময় অনেক জিনিসই মনোযোগ বিক্ষিপ্ত করতে পারে। চিত্রকলা ও নকশা মনোযোগ বিঘ্নের অন্যতম মাধ্যম।
মসজিদ সর্বপ্রকার জাঁকজমকবর্জিত ও সাধারণ হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন গ্র্যান্ড মুফতি। তিনি বলেন, শিল্প ও চিত্রকলা বাদ দিয়ে মসজিদের দেয়াল সাধারণ রঙের করা উচিত। এতে মুসল্লিদের মনোযোগ বাড়বে।
গ্র্যান্ড মুফতি আরো বলেন, ‘নামাজের সময় একাগ্রভাবে আল্লাহর চিন্তা করা একজন মুসল্লির কর্তব্যও। আমি দেখেছি অনেকেই নামাজের সময় মোবাইল ফোন দেখেন। এটা আল্লাহর প্রতি, ইমামের প্রতি সর্বোপরি নিজের নামাজের অবমাননার শামিল। নামাজ পড়ার সময়টি একজন মুসলিমের জন্য আল্লাহর সাথে যুক্ত হওয়ার সময়। তাই নামাজির শুধু আল্লাহর ধ্যানে মনোযোগী হওয়ার সর্বোচ্চ চেষ্টা করাই উচিত।’
১৯৯৯ সালে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পাওয়ার পর দৃষ্টিহীন এই গ্র্যান্ড মুফতি বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্কে অংশ নিয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস