তাফসির আউয়ালকে সতর্ক করলেন হাইকোর্ট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৪ ১৬:৫৬:৫৪
প্যারাডাইস পেপার্সে নাম আসা বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর দ্বিতীয় ছেলে তাফসির আউয়ালকে সতর্ক করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তাফসিরের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আদালতে অনুমিত নিয়ে তাফসির আউয়াল তিন মাসের জন্য বিদেশ যান। তবে এখনও দেশে ফিরে না এসে তিনি জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। তার আইনজীবীরা আদালতকে জানান,তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। পরে তার আবেদন নিষ্পত্তি করে ভবিষ্যতে কোর্টের আদেশ সঠিকভাবে মানার জন্য তাফসিরকে সতর্ক করেছেন হাইকোর্ট।’
এর আগে ২০২১ সালের ৫ মে তাফসির আউয়ালকে বিদেশে যাওয়ার অনুমতি দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের তৎকালীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতের আদেশে, তিন মাসের জন্য এই অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে তাকে বিদেশ যেতে দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
সানবিডি/এনজে