হিলিতে দুইদিনে ১৩শ’ টন পেঁয়াজ আমদানি,কমেছে দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৪ ১৯:৫৮:৫৩
দিনাজপুরের হিলিস্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অনেকটা বেড়েছে। গত দুই দিনে বন্দর দিয়ে ৪৬টি ট্রাকে এক হাজার ৩১৫ টন পেঁয়াজ এসেছে। এতে দাম কমেছে কেজিতে ৫-৬ টাকা। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছেন। জমে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে হিলি বন্দর দিয়ে দুই থেকে তিন ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। চলতি সপ্তাহ থেকে আমদানি অনেকটা বেড়েছে। বর্তমানে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। কোনও দিন তা বেড়ে ৩০ ট্রাকে দাঁড়াচ্ছে। গত দুই দিনে বন্দর দিয়ে ৪৬ ট্রাকে এক হাজার ৩১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সানবিডি/এনজে