রাশিয়ার সব সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৪ ২০:২০:০১


ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি মারাত্নকভাবে ভেঙে পড়বে বলে মনে করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফর ডার লেইন। আজ বৃহস্পতিবার ব্রাসেলসে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ধরন নিয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন। খবর বিবিসি।

এ বিষয়ে তিনি বলেন, আমরা ইইউতে রাশিয়ার সব সম্পদ বাজেয়াপ্ত করব এবং ইউরোপের অর্থনৈতিক বাজারে রুশ ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ করে দেব। এতে দেশটিতে মূলধন বেড়ে গিয়ে মূল্যস্ফীতি দেখা দেবে এবং দেশটির শিল্প খাত ভেঙে পড়বে। হাই-টেক কম্পোনেন্ট থেকে শুরু করে কাটিং এজ সফটওয়ার- সব জায়গায় রাশিয়ার প্রযুক্তিগত অবস্থান দুর্বল করে ফেলব।

এর আগে মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য ন্যাটো যেকোনো কিছু করতে প্রস্তুত বলে মন্তব্য করেছিলেন ন্যাটো প্রধান জেনস স্তোলেনবার্গ। তিন বলেছিলেন, উত্তর আমেরিকা ও ইউরোপ ন্যাটো জোটের পূর্বাঞ্চলে হাজার হাজার সৈন্যকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে।

তিনি আরও বলেন, আমাদের আকাশ সীমা রক্ষা করার জন্য ১০০টির বেশি জেট এবং উত্তর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টির বেশি মিত্র জাহাজকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পুরো ইউক্রেন দখলের কোনো ইচ্ছা মস্কোর নেই বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে পুতিন বলেছেন, আমাদের সামরিক অভিযানের চূড়ান্ত উদ্দেশ্য হলো— গত আট বছর ধরে কিয়েভ শাসকদের গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া লোকজনকে রক্ষা করা। একই সঙ্গে ইউক্রেনকে অসামরিকীকরণ এবং নাৎসিবাদমুক্ত করবে মস্কো। এছাড়া যারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বহুমুখী নৃশংসতা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

সানবিডি/এনজে