স্থল ও বিমান বাহিনী মোতায়েনের ঘোষণা ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৪ ২১:০৩:৪৯


ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মধ্যে পূর্ব ইউরোপে স্থল এবং বিমান বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পশ্চিমা সামরিক জোট জানায়, রাশিয়ার কর্মকাণ্ড ইউরো-আটলান্টিক নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে । এর ভূকৌশলগত তাৎপর্য রয়েছে। সব মিত্রদেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য ন্যাটো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।

বিবৃতিতে বলা হয়, ন্যাটো অতিরিক্ত স্থল এবং বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি নৌবাহিনীও মোতায়েন করতে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিবৃতিতে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। রাশিয়ার আক্রমণকে ‘অন্যায্য’ এবং ‘অনর্থক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই বৈঠকে রাশিয়া-ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সিএনএনের খবরে বলা হয়েছে, বৈঠকের উদ্দেশ্যে ইতোমধ্যে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত হয়েছেন।

এছাড়া নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, কোষাধ্যক্ষ জ্যানেট ইয়েলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি, পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন, সিআইএ’র পরিচালক বিল বার্ন, সহসভাপতি কমলা হ্যারিস সকাল ৭টার মধ্যে হোয়াইট হাউসে উপস্থিত হবেন।

এর আগে ইউক্রেন রাশিয়া আক্রমণ নিয়ে বাইডেন বলেছিলেন,  প্রেসিডেন্ট পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে। আক্রমণ যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সানবিডি/এনজে