লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৫ ১৪:২২:১০


আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন কুমার দাস। মুশফিকুর রহিমও আছেন দারুণ ছন্দে। দুজনের কাঁধে ভর করে বড় সংগ্রহ গড়ার উজ্জ্বল সম্ভাবনার পথে হাঁটছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪১.৪ ওভারে ২ উইকেটে সংগ্রহ করেছে ২৪০ রান।

১১২ বলে ১০৯ রানে লিটন দাস এবং ৮০ বলে ৬৯ রান নিয়ে ক্রিজে আছেন।

আগের ম্যাচে ফজলহক গুড লেন্থে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছিলেন লিটন। এক রানের বেশি তার উইলো থেকে সেদিন আসেনি।

এদিন লিটনের ব্যাটিং বেশ নজর কাড়ছে। মারার বল মেরেছেন, ভালো বলে রক্ষণাত্মক মেজাজে ছিলেন। এক রান, দুই রান করে নিয়ে রানের গতি সচল রাখার দায়িত্ব সামলেছেন।

মুশফিকও বেশ সাবলীল ব্যাটিং করছেন। লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছেন মি. ডিপেন্ডেবল। আগের ম্যাচে ৩ রান করা টাইগার উইকেটরক্ষক ব্যাটার আছেন চেনাছন্দে।

আগে ওপেনিং জুটিতে দ্রুতই ৩৮ রান তুলেছিলেন তামিম ও লিটন। ২৪ বলে ২ চারে ১২ রানের বেশি অবশ্য আগাতে পারেননি তামিম। ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

লিটনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করার পর সাকিব আল হাসান ৩৬ বলে ২ চারে ২০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।

এম জি