৪ দিনব্যাপী জুয়েলারি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৫ ২১:৩০:২৪


রাজশাহীর পর খুলনায় ডায়মন্ড ওয়ার্ল্ডের আয়োজনে শুরু হয়েছে জুয়েলারি মেলা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।

জানা যায়, মেলা উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ড এর খুলনা শোরুমে সকল জুয়েলারির ওপর থাকবে ২৫% ডিসকাউন্ট। গোল্ড জুয়েলারির মজুরীর উপর ৫০% ডিসকাউন্টসহ থাকবে আকর্ষণীয় সব উপহার। এছাড়া সারা দেশের অনলাইনের গ্রাহকরা ১০% ডিসকাউন্ট পাবেন। সেই সঙ্গে থাকবে ফ্রি হোম ডেলিভারি ও ইএমআই সুবিধা।

উল্লেখ্য, খুলনা নগরীর নিউমার্কেটে ছয় বছর পূর্বে উদ্বোধন করা হয়েছিল ডায়মন্ড ওয়ার্ল্ড এর এই শোরুম। সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে জুয়েলারি মেলার আয়োজন করা হয়।

এএ