রাশিয়ান জাহাজ আটক করেছে ফরাসি নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৬ ১৮:৩৫:৫০


ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করেছে ফরানি নৌবাহিনী।জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের দিকে যাচ্ছিল। এ বিষয়ে বিবিসির কাছে ফরাসি কর্মকর্তারা বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার অধীনে ওই জাহাজটি আটক করা হয়েছে। পরে তা ফ্রান্সের উত্তরে বুলঞ্জ সু-মার বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়ার এই জাহাজটির নাম ‘বাল্টিক লিডার’। এর দৈর্ঘ্য ১২৭ মিটার। এতে করে গাড়ি বহন করা হচ্ছিল। ইংলিশ চ্যানেল অতিক্রমকালে শুক্রবার দিবাগত রাতে তার গতিরোধ করে ফরাসি নৌবাহিনী।

এরপর তার গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের উত্তরে বুলঞ্জ সু-মার বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ফরাসি সরকারের অনুরোধে জাহাজটি ওই বন্দরে নিয়ে যাওয়া হয়। কারণ, মনে করা হচ্ছে মস্কোর বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন যে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে একটি কোম্পানির জন্য গাড়ি বহন করছে জাহাজটি। জাহাজটি আটক করে ফরাসি সীমান্ত রক্ষাকারীরা এতে তল্লাশি চালাচ্ছিলেন। ‘বাল্টিক লিডারে’ যেসব ক্রু আছেন, তারা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছেন। ওদিকে ফ্রান্সে অবস্থানরত রাশিয়ান দূতাবাস ফরাসি কর্তৃপক্ষের কাছে এই ঘটনার ব্যাখ্যা দাবি করেছে।

সানবিডি/এনজে