হিলিতে কেজিতে ৬ টাকা কমেছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৬ ২০:২১:২৬
বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় হঠাৎ করেই বাড়তে থাকে পেঁয়াজের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে ও দেশের চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ে। গত তিনদিনে বন্দর দিয়ে ৬০টি ট্রাকে ১ হাজার ৭২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ৬ টাকা করে। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করায় জমে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার।
পাইকারি ক্রেতারা জানান, বন্দর দিয়ে আবারো ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। এছাড়া দাম কম ও বাজারে চাহিদা বাড়ায় ভারতীয় পেঁয়াজ কিনতে হিলি স্থলবন্দরে ক্রেতারা আসছেন।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, পুর্বে বেশকিছুদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ২ থেকে ৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। চলতি সপ্তাহ থেকে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অনেকটা বেড়েছে। বর্তমানে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। সেটি কোনদিন বেড়ে ৩০ ট্রাকে দাঁড়াচ্ছে। গত তিনদিনে বন্দর দিয়ে ৬০টি ট্রাকে ১ হাজার ৭২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সামনে রমজান, আর পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই এটি যেন দ্রুত খালাস করে নিতে পারেন আমদানিকারকরা, এজন্য লোড আনলোড করার জন্য আলাদা একটি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।
সানবিডি/এনজে