কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ চলাচল নিষিদ্ধ করবে তুরস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৬ ২১:০০:২৬
ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে কৃষ্ণ সাগরের তুর্কি পানিসীমায় রুশ যুদ্ধজাহাজের চলাচল নিষিদ্ধ করবে তুরস্ক। আজ শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টুইটে জেলেনস্কি বলেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুরস্কের জনগণকে তাদের জোরালো সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য সামরিক ও মানবিক সহায়তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের মানুষ কখনও এটা ভুলবে না!’
এর আগে বসফরাস ও দার্দানেলিস প্রণালি দিয়ে রাশিয়ার জাহাজ যেন কৃষ্ণসাগরে ঢুকতে না পারে সেজন্য তুরস্কের প্রতি আহ্বান জানায় ইউক্রেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তুরস্ক এই দুই প্রণালির মধ্য দিয়ে যুদ্ধজাহাজ যাতায়াত বন্ধ করবে, যা কৃষ্ণসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
এদিকে ইউক্রেনে হামলা থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এত ফোনালাপে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। আর রাশিয়ার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একইসঙ্গে এই সংঘাত বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সানবিডি/এনজে